শিরক ও বিদআত কী? সংজ্ঞা ও উদাহরণসহ বিস্তারিত ব্যাখ্যা
প্রশ্নঃ শিরক ও বিদআত কি? উদাহরণসহ বর্ণনা করবেন।
জবাবঃ আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলীর মতো অন্য কাউকে মনে করা বা সেসব গুণাবলীর সাথে অন্য কাউকে শরীক করার নাম শিরক। আর যে কাজ নবী করীম (সাঃ) ও সাহাবা কিরাম কিংবা তাবীঈগণ করেননি অথচ দ্বীনের মাঝে তা প্রচলন করা হয়েছে এবং তা সম্পাদন করাকে ইবাদত মনে করা হয়, এরূপ কাজকে বিদআত বলে। এ মূলনীতির আলোকে উদাহরণ আপনি নিজেই বের করে নিতে পারবেন।
বই এর প্রমাণঃ আপনাদের প্রশ্নের জবাব
খণ্ড নংঃ ১ম
পৃঃ নংঃ ৪৩
লেখক এর নামঃ আল্লামা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানাবী
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url