কাফির ও মুশরিকের পার্থক্য মেলামেশা ও সালামের শরয়ী বিধান

কাফির ও মুশরিকের পার্থক্য, সম্পর্ক ও শরয়ী বিধান

প্রশ্নঃ কাফির ও মুশরিকের মধ্যে পার্থক্য কী? কাফির মুশরিকের সাথে বন্ধুত্ব রাখা, তাদের দেয়া খাদ্য খাওয়া এবং তাদের সালামের জবাব দেয়া জায়েজ কিনা?



জবাবঃ নবী করীম (সাঃ) এর নিয়ে আসা দ্বীনের কোনো কথাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফির। আর যে আল্লাহর সত্তায় কিংবা গুণাবলীতে অন্য কাউকে সেরূপ মনে করে তাকে মুশরিক বলে। কাফিরের সাথে বন্ধুত্ব করা নিষিদ্ধ। কিন্তু প্রয়োজনে তাঁর সাথে খাওয়া দাওয়া করা যেতে পারে। নবী করীম (সাঃ) এর দস্তরখানে কাফিরও খানা খেয়েছে। তবে কাফিরকে সালাম দেয়া যাবে না। যদি সে সালাম দেয় তবে জবাবে শুধু "ওয়া আলাইকুম" বলতে হবে।


বই এর প্রমাণঃ আপনাদের প্রশ্নের জবাব

খণ্ড নংঃ ১ম

পৃঃ নংঃ ৪৩

লেখক এর নামঃ আল্লামা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানাবী

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url