কাশফ ও ইলহামের দাবি ও শরীয়তের রায়

কাশফ ও ইলহামের দাবি ও শরীয়তের রায়-প্রমাণ ও বিশ্লেষণ

প্রশ্নঃ কোনো ব্যক্তি দাবি করেন, আমাকে কাশফের মাধ্যমে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে, অমুক ব্যক্তির নিকট যাও এবং তাকে একথা বলো। এমন ব্যক্তি সম্পর্কে শরিয়তের রায় কি?



জবাবঃ নবী নন এমন ব্যক্তির কাশফ বা ইলহাম হতএ পারে। কিন্তু তা শরঈ দলিল হতে পারেনা। এমনকি তা দিয়ে কোনো নির্দেশ ও প্রমাণিত হবে না। বরং তা শরিয়াতের কষ্টিপাথরে যাচাই করে দেখতে হবে। শরীয়তের অনুকূলে হলে গ্রহণ করা যাবে প্রতিকূল হলে ত্যাগ করতে হবে। এটি ঐ অবস্থার জন্য যখন তিনি শরিয়াহ ও সুন্নাতে রাসুলের ধার ধারে না, সে যদি কাশফ বা ইলহামের দাবি করে তবে তা নির্জলা শয়তানি বা ধোঁকাবাজি।   



বই এর প্রমাণঃ আপনাদের প্রশ্নের জবাব

খণ্ড নংঃ ১ম

পৃঃ নংঃ ৪২

লেখক এর নামঃ আল্লামা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানাবী

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url