কাফির ও মুরতাদের মধ্যে পার্থক্য, শাস্তি ও ইসলামী দৃষ্টিভঙ্গি

প্রশ্নঃ কাফির ও মুরতাদের মধ্যে পার্থক্য কি?

২য়ঃ যে ব্যক্তি কোনো মিথ্যা দাবীকৃত নবীকে মেনে নেবে সে কি কাফির না মুরতাদ?

৩য়ঃ ইসলামের দৃষ্টিতে মুরতাদ ও কাফিরের শাস্তি কি?



জবাবঃ ১মঃ যে ইসলামকে মানতে পারেনি সেই কাফির। আর যে ইসলামকে মেনে নেয়ার পর তা আবার পরিত্যাগ করে তাকে মুরতাদ বলে।


২য়ঃ খতমে নবুওয়াত ইসলামের অকাট্য ও গভীর বিশ্বাসের বিষয়। এজন্য যে ব্যক্তি কোনো মিথ্যাবাদীকে নবী মেনে নেবে এবং কুরআন ও হাদিসের অকাট্য প্রমাণগুলোকে গোপণ করবে সে মুরতাদ এবং জিন্দিক।


৩য়ঃ মুরতাদের ব্যাপারে নির্দেশ হচ্ছে, তাকে তিনদিনের সময় দেয়া হবে। এ সময়ের মধ্যে তাঁর সন্দেহ সংশয় দূর করার চেষ্টা করতে হবে। যদি সে তিন দিনের মধ্যে তাওবা করে খাঁটি মুসলিম হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে তাহলে তাঁর প্রতিশ্রুতি গ্রহণ করে তাকে মৃত্যু দণ্ড দেয়া হবে। মুরতাদ পুরুষ হোক কিংবা মহিলা সবার জন্যই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এ ব্যাপারে অধিকাংশ উলামায়ে কিরাম একমত। অবশ্য ইমাম আবু হানিফা (রহঃ) মুরতাদ মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করার চেয়ে তাকে বন্দী করে রাখার পক্ষে মত দিয়েছেন। 


বই এর প্রমাণঃ আপনাদের প্রশ্নের জবাব

খণ্ড নংঃ ১ম

পৃঃ নংঃ ৪৩-৪৪

লেখক এর নামঃ আল্লামা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানাবী

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url