সাহাবাকে কাফির বলার শরয়ি রায় ও আহলে সুন্নাত থেকে বহিষ্কার প্রসঙ্গ
প্রশ্নঃ কোনো সাহাবাকে যে কাফির বলবে সে অভিশপ্ত কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামায়াত থেকে খারিজ হবে না। আমর বলছে কোনো তাচ্ছিল্য বাক্য উচ্চারণ করাও কুফর। যে এরূপ করবে সে কাফির। কোনটি সঠিক?
জবাবঃ কোনো একজন সাহাবাকে যে কাফির বলবে, সে কাফির এবং আহলে সুন্নাতে ওয়াল জামায়াতের বহির্ভূত।
বই এর প্রমাণঃ আপনাদের প্রশ্নের জবাব
খণ্ড নংঃ ১ম
পৃঃ নংঃ ৪৩-৪৪
লেখক এর নামঃ আল্লামা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানাবী
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url