উম্মাতে মুহাম্মাদিতে কি অমুসলিম শামিল?
উম্মাতে মুহাম্মাদিতে কি অমুসলিম শামিল? সঠিক ইসলামী ব্যাখ্যা ও প্রমাণ
প্রশ্নঃ উম্মাতে মুহাম্মাদির মধ্যে কি অমুসলিমেরও শামিল? এক ব্যক্তি বলেছেন উম্মাতে মুহাম্মাদিকে মাফ করার জন্য দুয়া করবে না বরং উম্মাতে মুসলিমাকে মাফ করে দেয়ার জন্য দুয়া করবে। কারণ কাফিররাও উম্মাতে মুহাম্মাদির মধ্যে শামিল। মেহেরবানী করে লিখে জানাবেন।
জবাবঃ কাফিররাও নবী করিম (সাঃ) এর উম্মাত এ অর্থে যে, তিনি তাদের নিকট দাওয়াত ও পয়গাম পৌঁছানোর জন্য আদিষ্ট ছিলেন। কিন্তু যখন উম্মাতে মুহাম্মাদি শব্দটি বলা হয় তখন শুধু ঐ লোকদেরকেই বুঝায় যারা তাঁর দাওয়াত কবুল করেছেন।
তাঁর পয়গামকে মেনে নিয়েছেন এবং তাকে বিশ্বাস করেছেন। তাই উম্মাতে মুহাম্মাদি বলে দুয়া করা অবশ্যই জায়েজ। ঐ ভদ্রলোকের ব্যাখ্যা ঠিক নয়।
বই এর প্রমাণঃ আপনাদের প্রশ্নের জবাব
খণ্ড নংঃ ১ম
পৃঃ নংঃ ৪০
লেখক এর নামঃ আল্লামা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানাবী
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url