মুসলিমরা কি আহলে কিতাব?
মুসলিমরা কি আহলে কিতাব? শরঈ ও আভিধানিক বিশ্লেষণ
প্রশ্নঃ মুসলিমগণ আসমানি কিতাবের ধারক ও বাহক এবং মুহাম্মাদ (সাঃ) কে শেষ নবী বলে মানেন, এই কারণে তাদেরকে কি আহলে কিতাব বলা যাবে, শরঈ অর্থে কিংবা আভিধানিক অর্থে?
উত্তরঃ আহলে কিতাব কথাটি পারিভাষিক অর্থে ব্যবহার করা হয়। যারা আল কুরআন অবতীর্ণের পূর্বে অন্যান্য আসমানি কিতাব মেনে চলতো তাদেরকে আহলে কিতাব বলা হয়। মুসলিমদেরকে ঐ নামে অভিহিত করা যাবে না।
বই এর প্রমাণঃ আপনাদের প্রশ্নের জবাব
খণ্ড নংঃ ১ম
পৃঃ নংঃ ৪০
লেখক এর নামঃ আল্লামা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানাবী
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url