চাকুরিজীবীর অবৈধ আয় দিয়ে ব্যবসা ইসলামিক দৃষ্টিভঙ্গি

দায়িত্বে অবহেলাকারির চাকুরির টাকা দিয়ে ব্যবসা করা 


প্রশ্নঃ কোন ব্যক্তি যদি চাকুরিতে ঠিকমতো দায়িত্ব পালন না করে তাহলে তাঁর বেতনের টাকা দীয়ে লাভ লোকসানের ভিত্তিতে আমার জন্য ব্যবসা করা যায়েজ হবে কি না?


উত্তরঃ আপনার জন্য উক্ত চাকুরীজীবীর বেতনের টাকা দ্বারা লাভ লোকসানের ভিত্তিতে ব্যবসা করা যায়েজ হবে এবং ব্যবসায় অর্জিত লভ্যাংশ আপনার নিজের কাজে ব্যয় করা সম্পূর্ণ ভাবে যায়েজ ও হালাল হবে। কিন্ত উক্ত চাকুরিজীবীর লভ্যাংশের সম্পূর্ণ টাকা তাঁর জন্য হালাল হবে না। 

বরং সে ব্যক্তির বৈধ বেতনের টাকার লভ্যাংশই কেবল তাঁর জন্য হালাল হবে। তাঁর জন্য উচিত, যে পরিমাণ ডিউটি ফাঁকি দিয়েছে, সে পরিমাণ টাকা মূল মালিককে ফিরিয়ে দেয়া। 

ফিরিয়ে দেয়া একান্ত সম্ভব না হলে, সাওয়াব পৌঁছানোর নিয়্যতে তাঁর পক্ষ থেকে সেই পরিমাণ টাকা গরীব মিসকিনকে দান করে দিবে। কারণ, চাকুরিতে পুরাপুরি ডিউটি না করে পুরা বেতন নেয়া তাঁর জন্য যায়েজ হয় নি। এতে নিজের হালাল মালের সাথে হারাম মাল মিশ্রিত হয়ে যাবে। 

আর হালাল হারাম মিশ্রিত হয়ে গেলে প্রবল ধারণা অনুযায়ী হারামের পরিমাণ ঠিক করে তাঁর আসল মালিককে ফিরিয়ে দেয়াই শরিয়তের নির্দেশ। নতুবা হারাম মাল হালাল মালকে ধ্বংস করে দিবে।


প্রমাণসমূহঃ

ফাতাওয়ায়ে রাহমানিয়া; খণ্ড ২য়, পৃষ্ঠা ১৫৭-১৫৮

জাদীদ মাসায়িল ২৮

ফাতাওয়া হিন্দিয়া ৫ঃ৩৪৯

মূল লেখকঃ

হযরত মাওলানা মুফতী মনসূরুল হক 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url