মুসলিম কবরস্থানের পাশে অমুসলিমদের কবরস্থান ইসলামিক দৃষ্টিভঙ্গি ও বিধান
প্রশ্নঃ মুসলিমদের কবরস্থানে অমুসলিমদের কবর দেয়া জায়েজ নেই কিন্তু মুসলিমদের কবরস্থানের পাশে অমুসলিমদের কবরস্থান তৈরি করা জায়েজ কিনা?
পরিচিতি
ইসলামিক শরীয়তের আলোকে কবরস্থান এবং কবর দাফনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সম্প্রতি অনেকেই প্রশ্ন করছেন মুসলিম কবরস্থানে বা তার পাশে অমুসলিমদের কবর তৈরি করা কি গ্রহণযোগ্য?
এই লেখায় আমরা আল্লামা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানাবীর গ্রন্থ আপনাদের প্রশ্নের জবাব (খণ্ড ১, পৃ. ৫২) এর আলোকে বিষয়টি ব্যাখ্যা করব এবং বাস্তব কারণে ও উম্মুলি-আহকাম থেকে বিষয়টির তত্ত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরব।
উত্তরঃ
যে কারণে মুসলিমদের কবরস্থানে অমুসলিমকে দাফন করা যায় না সেই একই কারণে মুসলিমদের কবরস্থানের পাশে অমুসলিমকে দাফন করা যায় না এবং সেই একই কারণে মুসলিমদের কবরস্থানের পাশে অমুসলিমদের কবরস্থান করাও জায়েজ নেই।
কোন এক সময় হয়তো দুই কবরস্থান এক হয়ে যেতে পারে এজন্য দুই কবরস্থানের মধ্যে দূরত্ব থাকা ভালো। তাছাড়া অমুসলিমদের কবরে শাস্তি হওয়ার দরুন মুসলিম মুর্দাগণ কস্ত পেয়ে থাকেন।
প্রয়োগিক পরামর্শ (মসজিদ/কমিউনিটি পরিকল্পনায়)
যদি একটি শহরে বা অঞ্চলে আলাদা কবরস্থান করার প্রয়োজন হয়, তবে স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষ, সমাজ নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে সম্পূর্ণ আলাদা ও সুস্পষ্ট বিভাজন রাখা হলে কিছু সমস্যার সমাধান হতে পারে।
তবে আল্লামা লুধিয়ানাবীর মৌলিক নির্দেশনা অনুযায়ী, মুসলিম কবরস্থানের নিকট কবরস্থান তৈরি করা এড়িয়ে চলাই উত্তম। সবচেয়ে নিরাপদ উপায় হবে সম্পূর্ণ পৃথক এলাকার কবরস্থান নির্ধারণ করা, যাতে দুই কবরস্থান একে অপরের সঙ্গে সংঘর্ষে না পড়ে।
স্থানীয় ফতোয়া এবং শায়েখ বা মুফতির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে স্থানীয় আইন ও শরীয়াহ-দৃষ্টিভঙ্গি মিলিয়ে।
উপসংহারঃ
আল্লামা লুধিয়ানাবীর যুক্তি ও ব্যাখ্যা থেকে স্পষ্ট মুসলিম কবরস্থানের পাশে আলাদা করে অমুসলিমদের কবরস্থান করাও জায়েজ নয়; কারণ ভবিষ্যতে দুই কবরস্থান এক হয়ে যেতে পারে এবং মুসলিম কবরস্থানের বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হতে পারে।
বাস্তবে সমস্যা এড়াতে, যদি কেবলমাত্র আলাদা, দূরবর্তী ও সুস্পষ্টভাবে বিভক্ত কবরস্থানের ব্যবস্থা করা যায় তাহলেও স্থানীয় আলেম ও প্রশাসনের অনুমতি গ্রহণ করা নিশ্চিত করুন।
বই এর প্রমাণঃ আপনাদের প্রশ্নের জবাব
খণ্ড নংঃ ১ম
পৃঃ নংঃ ৫২
লেখক এর নামঃ আল্লামা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানাবী
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url