Muhammad শব্দ সংক্ষেপে Mohd লেখা কি সঠিক? ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ
প্রশ্নঃ ইংরেজিতে Muhammad শব্দটি না লিখে সংক্ষেপে Mohd লেখা ঠিক হবে কি?
ভূমিকাঃ
মুসলিম জীবনে মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নামটির গুরুত্ব অপরিসীম। আল্লাহর পর এই নামটি সর্বোচ্চ সম্মানের অধিকারী। কিন্তু, দুঃখজনকভাবে আমরা অনেকেই ইংরেজিতে এই নামটি লিখতে গিয়ে Muhammad না লিখে বরং Mohd, Md কিংবা কেবল M ব্যবহার করে থাকি।
এটি কি ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য? নামের পবিত্রতা বজায় রাখতে কি আমরা এটিকে সংক্ষেপে লিখতে পারি? এই বিষয়ে প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানাবী (রহ.) তাঁর গ্রন্থে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন।
উত্তরঃ ইংরেজদের কাছে যদিও মুহাম্মাদ শব্দটির গুরুত্ব কম কিন্তু একজন মুসলিমদের কাছে আল্লাহ শব্দটির পরই এ শব্দটির গুরুত্ব। কাজেই একে সংক্ষেপে লেখার চেষ্টা করা মানে এ শব্দটির ব্যাপারে তাঁর অবজ্ঞা প্রদর্শন (নাউজুবিল্লাহ) ছাড়া আর কিছুই নয়।
ফিরিঙ্গিদের কর্তৃক আবিষ্কৃত অর্থহীন একটি শব্দ ছাড়া Mohd আর কিছুই নয়। অর্থবোধক সুন্দর একটি শব্দকে পরিবর্তন করে অর্থহীন করে দেয়া কোনো মুসলিমের শোভা পায়না। অনেকে সংক্ষেপে শুধু M বা Md লিখেন, এটিও ইংরেজদের একটি ফ্যাশন।
তেমনিভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না লিখে সংক্ষেপে সাঃ লেখাও ঠিক নয়। কারণ রচনা বা প্রবন্ধের চেয়ে দুরুদ শরীফের গুরুত্ব কম নয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম যখনই লেখা হোক না কেন অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিখতে হবে।
উপসংহারঃ
মহানবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নাম সংক্ষেপে Mohd, Md বা M লেখা ইসলামী নীতির দৃষ্টিতে সঠিক নয়। এটি নামের মর্যাদা ও পবিত্রতাকে হ্রাস করার একটি নিদর্শন। তাহলে মুসলমানদের উচিত সর্বদা Muhammad লিখা এবং এর সাথে সম্পূর্ণ দুরুদ শরীফ যুক্ত করা। নবীর নামের সম্মান রক্ষা করা আমাদের ঈমানের একটি অংশ।
বই এর প্রমাণঃ আপনাদের প্রশ্নের জবাব
খণ্ড নংঃ ১ম
পৃঃ নংঃ ৫৩
লেখক এর নামঃ আল্লামা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানাবী
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url