কিস্তিতে বাটার ফ্লাই সেলাই মেশিন কেনা ইসলামে জায়েজ কি না?

কিস্তিতে সেলাই মেশিন কেনা কি জায়েজ?

প্রশ্নঃ আমি একটি সেলাই মেশিন ক্রয় করতে চাই। কিন্তু, অর্থ সংকটের দরুণ একবারে টাকা দিয়ে ক্রয় করা আমার পক্ষে সম্ভব নয়। তাই কিস্তিতে বাটার ফ্লাই কোম্পানি থেকে ক্রয় করা জায়েজ হবে কি না? উল্লেখ্য যে, নগদ ক্রয় থেকে কিস্তিতে ক্রয় করলে মূল্য বেশি দিতে হয়।



উত্তরঃ বাজার দরের চেয়ে বেশি টাকা দিয়ে কিস্তিতে জিনিস ক্রয় করা জায়েজ আছে। তবে যদি বিক্রয়ের সময় শর্ত স্বরূপ এমন বলে যদি এক মাসের বাকিতে নেন তাহলে ৩০০০/= (তিন হাজার টাকা)। আর তিন মাসের বাকিতে নিলে, ৩৫০০/= (তিন হাজার পাঁচশত টাকা)। অথবা বিক্রয়ের সময় যদি বলে বাকিতে ৩৫০০/= আর নগদ নিলে ৩০০০/= টাকা। অতঃপর ক্রেতা মাল নিয়ে গেল। 

অথচ বাকিতে, না নগদ নিল,  ১ মাসের বাকিতে নিল না তিন মাসের তা সিদ্ধান্ত জানাল না। তাহলে তা জায়েজ হবে না। আর যদি ক্রেতা বাকি না নগদ নিল, ১ মাসের না তিন মাসের বাকিতে নিল তা সিদ্ধান্ত করে মূল্য চূড়ান্ত করে মাল নিয়ে নেয়, তাহলে তা জায়েজ হবে। 

যেমন, সিদ্ধান্ত হল যে, এ জিনিস বাকিতে এতো টাকা মূল্যে বিক্রয় হবে এবং ক্রেতা তাতে সম্মতি প্রকাশ করলে উক্ত লেন দেন বৈধ হবে। যদিও তা নগদের চেয়ে বেশি মূল্য হয়। সুতরাং, আপনি চুক্তি ভিত্তিক মূল্যে বাটার ফ্লাই মেশিন বা অন্য কোন জিনিস কিস্তিতে ক্রয় করতে পারেন।


প্রমাণসমূহঃ

ফাতাওয়ায়ে রাহমানিয়া; খণ্ড ২য়, পৃষ্ঠা ১৫৮-১৫৯

ফাতাওয়া আলমগিরি, ৩ঃ১৩৬

তিরমিজি হাদিসঃ ১৩৩১

মূল লেখকঃ

হযরত মাওলানা মুফতী মনসূরুল হক 

     

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url